ইদানিং আর প্রমাণ দিতে ইচ্ছে করেনা।সন্তান হিসেবে,স্ত্রী হিসেবে,মা হিসেবে,বন্ধু হিসেবে কোনো সম্পর্কের ওজনের নিরিখে নিজেকে প্রমাণ করতে ক্লান্ত লাগে!প্রতিদিন কেউ না কেউ প্রমাণ চায়,আমিও আমার অস্তিত্বকে দাঁড়িপাল্লায় ফেলে ওজন করি রোজ…
আজকের নারীদিবসে হঠাৎ বলতে ইচ্ছে করল,একবার কেউ শুধু আমার এই নারী সত্ত্বাটাকে দুহাতে আগলে রাখুক!খবর নিক আমার মন কেমন আছে…
সত্যি মনে হয় আজকাল,এমন যে করবে তাকেই সমর্পণ করব সবটুকু!
তাই আজ সমস্ত নারীকে বলি শুধু নারী হিসেবে মাথা তোলো,আর কোনো পরিচয় নয়,আমি নারী এটাই হোক তোমার-আমার একমাত্র পরিচয়…