আমি নারী আমিই আধার
সৃষ্টি আমাতে দশমাস দশদিনে,
বুকের রক্ত সিঞ্চনে অমৃত সুধা পানে,
পৃথিবীর আলো দেখা ধূলার ধূলীতে,
কত কষ্ট সহ্য করে বুক ভরা স্নেহে।
কোনো বিশেষ দিন পালনে নয়
শ্রদ্ধা ও সম্মানিত হতে চাই সমাজে,
প্রতিটি মানব হৃদয়ে সস্নেহে,
শিক্ষা ,প্রতিষ্ঠা,সার্বিক উন্নয়ণে,
পুরুষের সমকক্ষ হয়ে সমান তালে।
আমি স্বাধীন সেই দিন ই
থাকবে না মনে কোনো ভয় যেদিন ,
অবাধে বিচরণ করবরাস্তা ঘাটে কর্মস্থলে,
বাঁকা চোখে লোলুপ কামুক দৃষ্টি ,
আমি,ঈশ্বরের কি অপরূপ সৃষ্টি।
কোনো লোভির নোংরা মানুষিকতায়
এই সমাজে কিঞ্চিৎ জ্ঞান বিবেক অসহায়,
নারী নির্যাতন অহরহ ঘটছে ,
সংবাদপত্রে খবর পাল্লা দিয়ে বাড়ছে।
মানসিকতার পরিবর্তন কবে হবে ?…