“নারী-দি-বস” উদযাপনে ঈশিতা ভাদুড়ী
by
·
Published
· Updated
কান্নাপর্ব নয় আর
করুণা গলে পড়ছে চোখে, গালে থাপ্পড়।
প্রেম নেই, আলো জ্বলে না।
হুহু অন্ধকার নেব কেন গো তবু?
ঘরের মধ্যে লৌহকপাট।
করুণা গলে পড়ছে চোখে, রাতের
অন্ধকারে অধিকার, ঠোঁট চুঁইয়ে রক্ত পড়ছে।
বিছানায় জ্যোৎস্না দেবো কেন গো তবু?
করুণা গলে পড়ছে চোখে, গালে থাপ্পড়।
মরে যাক ঘর, পাঁজর চেপে কান্নাপর্ব নয় আর।
স্বপ্ন নেই যখন, দুঃস্বপ্নই বা নেবো কেন গো?
কোনো মায়া নয়, মুখ ফিরিয়ে হেঁটে যাই বরং…
ঝড়ের রাতে বিদ্যুৎচমক না দিতে পারো যদি,
দুমুঠো বকুলফুলই বা দেবো কেন গো?