জন্ম- ১৯৬৭, বরানগর।
বর্তমানে দার্জিলিং জেলার মিরিক মহকুমার উপশাসক ও উপসমাহর্তা পদে আসীন।
চাকরীসূত্রে ও দৈনন্দিন কাজের অভিজ্ঞতায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা সমাধানে তাঁর লেখনী সোচ্চার।
জেনেটিক্স ও মহা প্রাচীন ভারত
(যে লোক জেনেটিক্স আর ইতিহাস কিছুই জানে না, এটা তেমন লোকের কল্পনা বিলাস। রামগরুড়ের ছানাদের অপাঠ্য)
৪
রেতঃপাত নিয়ে আমাদের ছোটবেলায় কিছু ঢাক ঢাক গুড় গুড় থাকলেও প্রাচীন ভারতের মুনি ঋষিরা ও নিয়ে কোনো সংকোচ করতেন না। ব্রহ্মার মানসপুত্র ছিলেন অঙ্গিরা এবং তার পুত্র ছিলেন উতথ্য । উতথ্যের স্ত্রী ছিলেন মমতা। উতথ্যের কনিষ্ঠ ভ্রাতা ছিলেন দেবগুরু বৃহস্পতি।
দেবগুরু বৃহস্পতি ছিলেন অসামান্য লোক। তিনি বৌদি মমতাকে গর্ভিণী জেনেও বলপূর্বক সঙ্গম করতে যান।
মমতার গর্ভে ছিলেন উতথ্যের পুত্র । তিনি নিজের মায়ের উপর কাকার বলাৎকারের চেষ্টা পা দিয়ে প্রতিহত করতে চান। মমতাও তাঁর দেবর বৃহস্পতির জোর খাটানোর চেষ্টার বিরুদ্ধে ছিলেন। গর্ভস্থ পুত্রের পদাঘাতে দেবগুরু বৃহস্পতির বীর্য ভূমিতে পতিত হয়। ভূমিতে পতিত সেই বীর্য হতে ভরদ্বাজ নামে বিখ্যাত ঋষির জন্ম।