দিব্যি কাব্যিতে দীপশিখা চক্রবর্তী
আজ তবে প্রথম দেখা নয়,
ভিড়ের মাঝে আড়াল খোঁজা মেয়েটা এড়িয়ে যেতে চেয়েছে বারবার,
সে জানে-
জানালার পাশে শূন্যতা রেখেই ভালো থাকা যায়;
হঠাৎ এক অনিশ্চিত মেঘ-
ব্যারিকেড আঁকে ক্ষণ,
অজানা কোনো কৌতুহলে,
এলোমেলো হয় মন;
না, না,
উদভ্রান্ত চোখদুটো শিথিল থাকাই ভালো;
আচমকা মেঘ আঙ্গুল ছুঁলে-
চুপিচুপি ছন্নছাড়া হয় দুপুর,
সবার মাঝেও তার সাথে একা-
এই স্পর্ধাকে সে নাম দিয়েছিল স্বপ্ন,
কেউ খবর রাখে নি!
রাখবেও না!
শূন্য থেকে সেই শূন্যেই,
জীবনের স্বাভাবিকতায় ফাঁসি দিতে হয় বোতাম খোলা আলোদের,
তবুও অস্থির টান!
জানি না, মেঘের চোখে কি;
মন খারাপের বিজ্ঞপ্তি নাকি নৈঃশব্দের চিৎকার!
তাকে যে কোনোদিন বুঝতেই দেওয়া যাবে না-
স্বচ্ছতোয়া বৃষ্টিভেজা মেয়েটা অবাক হয়ে দেখতে দেখতে কখন পাথর হয়ে যায়।