দিব্যি কাব্যিতে কৌশিক দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ব্যবধান
আমি ‘প্রেমিক’ শুনেছি শুধু
তুমি ‘পুরুষ’ বলেছ যদি।
যতো বার তুমি ‘নারী’ বলে গেছ,
শুনেছি ‘ নম্র নদী ‘
তুমি ‘ইবাদত’ বলো যদি,
আমি ফিরে আসি গানে গানে
তুমি ‘ভালবাসা’ বলে ডাকো,
আমি জড়িয়ে যাচ্ছি প্রাণে।
তুমি ‘ছায়া’ বলো যদি রোদে,
আমি শীতল পাটিটা খুঁজি।
আহা! ‘সুখ’ মানে আমি আজো
মা ‘র কাছে ফেরা বুঝি।
তুমি ‘সীমারেখা’ বলে গেছ,
আমি দিগন্তে খানখান।
তুমি ‘প্রতিবেশী’ বলে ডাকো,
মোছে শিল্পিত ব্যবধান।
তুমি ‘আকাশ’ বলেছ, প্রিয়,
কই কাঁটাতার শুনিনি তো!
“মানুষ” নামেতে চিরদিন
শুধু মানুষই যে উদ্ধৃত।