সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত যেকোনো ভালো উদ্যোগকেই আমি সাধুবাদ জানাই। তার সঙ্গে থাকার চেষ্টা করি। উদ্যোগ অনেকেই নেন, তবে ধারাবাহিকতা এক্ষেত্রে একটা বিরাট বড় ফ্যাক্টর। টেকটাচ টক ওয়েব ম্যাগাজিনটি ১০০ দিন ধারাবাহিকভাবে প্রকাশ করে এসেছে একের পর এক সংখ্যা। দৈনিক কোনও সাহিত্যের পাতা চালানো কতটা কষ্টকর, যিনি করেননি বা এমন উদ্যোগের সঙ্গে থাকেননি তার পক্ষে বোঝা সম্ভব নয়।
এই উদ্যোগকে তো খানিকটা পাগলামিই বলা যেতে পারে। আর এমন রুচিশীল পাগালামিই তো বারবার চাই আমরা।
প্রতিদিন একটা সাহিত্যের ওয়েব চলবে;
এপার বাংলা-ওপার বাংলার অজস্র লেখক-কবিরা লিখবেন, যারা পড়তে ভালোবাসেন তারা পড়বেন-এই বিষয়টা ভাবতে সহজ ও সুন্দর লাগলেও এর বাস্তবায়ন খুব কঠিন। তাই যারা এই উদ্যোগকে বাস্তবায়িত করেছেন তাদের সাধুবাদ জানাতেই হয়।
এ এক বিরাট কর্মযজ্ঞ। অনেক তরুণ লেখকের উৎসাহের অবলম্বন হোক টেকটাচ টক। উৎকৃষ্ট সম্পাদনায় পাঠকের মনন স্পর্শ করুক এটাই আশা করবো।