• Uncategorized
  • 0

গৃহবন্দীর দিনলিপি -তে রবীন বসু

স্বেচ্ছাবন্দী

জীবন ডাকছে
এক নবতর ইশারায়,
অনুভূতি অসাড় সময় মাখামাখি
দিকচক্রবাল জুড়ে সেই আলোর ভুবনডাঙা
তবু মানুষ অন্ধকারে হাত রাখে ; অনালোকিত
জ্যোৎস্না মেখে পাড়ি দেয় আঁধারমানিক গ্রাম।
রহস্য অগাধ যত দুর্নিবার টান
ভবিতব্য লেখা হয় অহরহ
করুণ কঠিন এক
আবর্তিত শোক
নিরুপায়।

দুঃখীজন

অসহায় অস্থিরতা
মেখে নিয়ে শরীরময়
লকডাউন অতিক্রম করে বসে,
ক্ষুধার অন্ন চাই, দাউদাউ কান্না
শিশুর করুণ কণ্ঠ আবর্তিত আর্তনাদ ঝরে।
রুটি নেই ঘরে, রুজি চাই প্রান্তজনে
গণতন্ত্র বোঝেনা সে সব কথা
তারা বোঝে প্রতিশ্রুতি শুধু
মিথ্যে স্তোক আর
বানানো স্বপ্ন
নির্বাচন!

লাইন

তিন দিন
দাঁড়িয়েও পায়নি বুড়ি
সরকার ঘোষিত ফ্রি রেশন ;
স্বপ্নে ভাসে পোড়াআলু সেদ্দ ভাত
ভাঙা মাজা নিয়ে ছত্রখান লাইনে পুলিশ।
কার্ড কই? সবুজ বিপিএল কার্ড চাই…
ফ্রি পাবে চাল আটা আলু
কাড তো নাই, বাবুমশাই
কত সন আগে
খেয়ে গেচে
আয়লা!

মানুষ

সেতো ঘরে
পথ শুধু বেরিয়েছে
একা আরও গভীর হৃদয়ে ;
আকাশে বড় ভাঙা চাঁদ দাঁড়িয়ে
তার দীর্ঘ হাত বিশ্বময় গুঁড়িয়ে যাচ্ছে।
গুঁড়িয়ে যাচ্ছে প্রাণ,মৃত্যু উল্লাস অস্থির
এবং বিঘ্নিত জীবন আরোগ্য খোঁজে ;
হতচকিত পথ আরও একবার
পিছন ফিরে হতাশায়
নিজস্ব ছায়ায়
কাঁপে।

প্রশান্তি

কোথাও নেই
আড়মোড়া ভেঙে সকাল
উদ্বেগ ধোঁয়াশায় ভাসে দিন ;
বড় বেশি লোভাতুর একদা মানুষ
ক্রমিক হেঁটে গ্যাছে সুড়ঙ্গ-গভীর অন্ধকারে।
আততায়ী আক্রমণ ঘাড়ে নিয়ে পৃথিবী মৃত।
পুতিগন্ধময় সৎকার অনিচ্ছা নিয়ে দাঁড়ায়
আবহমান পরিশুদ্ধির আসন পাতে
চৈতন্য বিবেক ধুয়ে
সচেতন হাওয়া
মৃতসঞ্জীবনী।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।