• Uncategorized
  • 0

গুচ্ছকবিতামূলে রতন বসাক

১। আগে বোঝো

মাঝে মধ্যে গুজব ওঠে
কিছু মানুষ মানে,
তারা আবার দৌড়ে গিয়ে
বলবে কারো কানে ।
এমন করে বোঝায় সেটা
সত্যি বলে ভাবে,
এরা আবার মানতে গিয়ে
সবাই মিলে যাবে ।
এই ভাবেতে গুজবগুলো
ছড়ায় বেশি করে,
আসল যেটা মিথ্যা হয়ে
বিনা কারণ মরে ।
তাইতো বলি কোন কথাই
শুনে নেবার পরে,
নিজেই খোঁজো নিজেই বোঝো
অনেক ভালো করে ।
এর পরেতে বোঝাও গিয়ে
অন্য কারো কাছে,
গুজব ওটা সত্যি নয়তো
ভুল বোঝে না পাছে ।

২। এরাও সৈনিক

সামনে এগিয়ে এলো
সব ফেলে সব ছেড়ে ।
অদৃশ্য শত্রু সব যেন
আসে না তারা তেড়ে ।
নিজের জীবনের ক্ষতি
হতেও পারে যে এতে ।
তবুও বীর বিক্রমে সব
রয়েছো লড়াইয়ে মেতে ।
কোথাও পেয়েছো বাধা
করতে গিয়ে সেই কাজ ।
সমাজের নির্মম সত্যের
এটাই বাস্তব ছবি আজ ।
আবার পেয়েছো কোথাও
আশীর্বাদের সাথে ফুল ।
খুশী হয়ে বড় মনে সবাই
মুছে নিয়েছো মনের ধুল ।
এতদিন শুনেছি যোদ্ধা
বন্দুক নিয়ে যুদ্ধ করে ।
শত্রু মারতে গিয়ে ওরা
কেউ বাঁচে কেউবা মরে ।
যোদ্ধার মানে আজ হলো
দেখছে সবাই ভবে যেটা ।
এরাও যে যুদ্ধের সৈনিক
এবার মানতে হবে সেটা ।

৩। লজ্জা

যাদের জন্য করছে কাজ
তেড়ে আসে তারাই আজ
লজ্জা কোথা রাখি,
তোদের মনে নেই কি ভয়
রক্ষক কে কি মারলে হয়
কেমনে বসে থাকি ।
নিজের জীবন রেখে পণ
রক্ষা করছে দেশের ধন
ভুলে বিপদ গুলো,
আঘাত দিতে তোরা যাস
সবাই মরুক তাই কি চাস
ওরাস দ্বন্দ্বের ধুলো ।
সময় থাকতে ভুলটা বোঝ
নিয়ম মেনেই চল না রোজ
বদ্ধ থাক না ঘরে,
ভাবিস পরে ওরা কোন
এখন ওদের কথা শোন
নইলে যাবি মরে ।
যারা তোদের বাঁচায় জান
নিতে যাচ্ছিস তাদের প্রাণ
কারো কথা শুনে,
লজ্জা কোথায় রাখি ভাই
ভাবছি আমি এখন তাই
পাই না দিশা গুণে !

 ৪। কেমন করে

হঠাৎ করেই শুরু করি
ছড়া লেখা আমি,
এখনো যে তেমন ভাবে
হইনি বেশি নামী ।
লিখছি আমি বাস্তব নিয়ে
মনের কিছু কথা,
পড়ার পরে পাঠকরা সব
দিচ্ছে সাড়া যথা ।
এখন আমার লাগে ভালো
ছড়াগুলো লিখতে,
সাথে সাথে পারছি আমি
কতো কিছু শিখতে ।
কেউবা ভালো কেউবা মন্দ
মতটা লিখছে তারা,
ভালো লেখা হতো না তো
ওদের মতটা ছাড়া ।
লিখতে থাকবো সবার জন্য
যতো সময় পারবো,
ভালো বিষয় লিখেই আমি
সবার নজর কাড়বো ।
সময় করে পড়ার মতো
পাঠক আছে বলে,
শব্দ চাষীর ফসলগুলো
আজও হাটে চলে ।
সবার সামনে কৃতজ্ঞতা
বলি কেমন করে ?
ওদের জন্যই আজও আমি
লিখি কলম ধরে ।
ছড়াগুলো জমছে বইয়ে
শব্দ চাষের ফলে,
পাঠক যদি নাইবা থাকতো
সবই যেতো জলে ।

৫। ছবির মূল্যায়ন

চলছে এক চিত্র প্রদর্শনী
ছবি অনেক কথা বলে জানি ।
চেয়ে চেয়ে দেখছে কোন নেতা
হয়তো পিছে দাঁড়িয়ে আছে ক্রেতা ।
দেখতে দেখতে বলছে কথা
পাশের মানুষ শুনছে যথা তথা ।
শিল্পী আঁকেন কত কষ্ট করে
থেকে যায় স্মৃতি যখন যান মরে ।
পান না তিনি শ্রমের ঠিক কোন মূল্য
সারা জীবন দিয়েই যান বলাই বাহুল্য ।
কোথাও কোন চিত্র প্রদর্শনী হলে
দেখে কেউ মন্দ, কেউ ভালো বলে ।
শিল্পী আঁকেন রঙ দিয়ে ছবি
অক্ষর দিয়ে ছবি আঁকেন কবি ।
আসলে মনের গহিনের ইচ্ছেগুলো
আঙ্গুল দিয়ে সব ছড়িয়ে দেয় ধুলো ।
নতুন কিছুর সৃষ্টি সুখের উল্লাসে
কখনো কাঁদে আবার কখনো হাসে ।
ছবিরও যে ভাগ্য হওয়া চাই
সঠিক স্থানে না গেলে মূল্য নাই ।
ছবি বলে মনের লুকানো কত কথা
শিল্পী ব্যক্ত করেণ তার হৃদয়ের ব্যথা ।
অনেক দিনের প্রচেষ্টার ফলে
আঁকা ছবিই সমাজের কথা বলে ।

৬। সঠিক বিচার

সাধুগুলোর হত্যা দেখে
চোখে আসে জল,
কারণ ছাড়া গুজব শুনে
মারলো যখন দল ।
পুলিশ ছিল সামনে ওদের
পালায় ছেড়ে সব,
লাঠি দিয়ে মারতে মারতে
করতে থাকে রব ।
এতই নিষ্ঠুর মানুষগুলো
দয়া মায়া নাই,
চোখে মুখে শুধুই ছিল
ক্রোধে ভরা ছাই ।
কোথায় গেল মনুষ্যত্ব
কি ভয়ঙ্কর রূপ,
শাস্তি ওদের দিতে হবে
যতই বলুক চুপ ।
এমন করে চলতে থাকলে
সমাজ হবে ক্ষয়,
সঠিক বিচার করতে হবে
কারো ভয়ে নয় ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।