অমর্ত্য বিশ্বাস ,বনগাঁ : পাবলিক লাইব্রেরী এন্ড টাউন হল এর উদ্যোগে গত সপ্তাহে লিটিল ম্যাগাজিন সম্মাননা দেওয়া হল বনগাঁর কয়েকটি লিটিল ম্যাগাজিন কে । লাইব্রেরী পক্ষ থেকে প্রতি বছরই এমন সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে । লাইব্রেরী সম্পাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় জানান প্রতিবছর ছোট ম্যাগাজিনগুলো কে উৎসাহ প্রদানের জন্য তাদের এমন সম্মাননা অনুষ্ঠান করা । লিটিল ম্যাগাজিন কে নিয়ে এদিন বক্তব্য রাখেন অনেকেই । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মলয় গোস্বামী, কবি স্বপন চক্রবর্ত্তী, কবি জলধি হালদার, কবি সীমান্ত মৈত্র, কবি মোহন ঘোষ, লেখক ভবানী ঘটক, বাচিক শিল্পী সমীর চক্রবর্তী, সংগীতশিল্পী পুষ্পিতা শীল, রত্না ব্যানার্জি, সুনিপা পাঠকসহ একাধিক বিশিষ্টজনেরা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা শম্পা পাঠক ও সুশোভন দত্ত । এমন অনুষ্ঠানে সম্মাননা পেয়ে খুশি লিটিল ম্যাগাজিনগুলি ।