সীমান্তে উপহার বিএসএফ জওয়ানদের
অমর্ত্য বিশ্বাস, বনগাঁ : সীমান্তরক্ষা বাহিনীর কালিয়ানি ক্যাম্পের 64 নং ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে দুস্থ গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা ও খেলাধুলা সামগ্রী প্রদান করা হয় আজ । সীমান্ত শহর বনগাঁর বর্ডার এলাকায় বিএসএফ জওয়ানরা বন্দুক হাতে মানুষের নিরাপত্তার জন্য রাতদিন তৎপর হয়ে আছে । আজ সেই জাওয়ানদের হাতেই শত্রু দমন অস্ত্রের পরিবর্তে দেখা গেল মাতৃস্নেহের ছোঁয়া । বনগাঁর কালিয়ানি, খেদাপাড়া, নরহরিপুর, ঝারগ্রাম ,পাঁচপোতা সহ একাধিক এলাকার মোট ছদি স্কুলেকে বাছাই করে পাঠনরত ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও খেলাধুলা সামগ্রী উপহার দিল কালিয়ানি ক্যাম্পের 64 নং ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা । ব্যাটালিয়নের কমান্ডার বলেন ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ এবং সীমান্ত শহর বনগাঁর মানুষেরা জাওয়ানদের সহযোগিতা করেন বলেই শত্রু দমনে তাদের সুবিধা হয় তাই দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পারে তারা খুবই খুশি এবং ভবিষ্যতেও তারা এমন কাজের মধ্য দিয়ে নিজেদেরকে নিয়োজিত রাখবে । স্থানীয়রা জানান বিএসএফ জওয়ানরা প্রায়ই এমন কাজ করেন এবং তাদের কাজে খুশি এলাকার মানুষ ।