কাব্য কথায় পৌষালী চক্রবর্তী
by
·
Published
· Updated
রাঙনী ফুলের নোলক
১।
তোমরা আমাকে নির্বাসন দিতে চেয়েছ পাহাড়ে পাহাড়ে
উজ্জ্বল আলোর মত ফুটে থাকা রাঙনী ঝোপে
আমি সেই আলোফুল এনে নোলক বানাতে শিখেছি।
ও নোলক আমি সুজাতাকে দেব।
বোধিগাছ অপলক ওর পায়েস পাত্রে ।
আমরা তো জল হাওয়ায় অর্চনা দি জৈড় গাছে
খরা মাস জুড়ে,পৃথিবীর ভালো চেয়ে
সেসব বোধিবৃক্ষের ও অনেক আগেকার কথা।
রাঙনী নোলক যেন ফুটে ওঠে খাটুরে বৌ এর ঘামে।
ও অশ্বত্থ গাছ, নগর অসুখ তবে কেন ছোঁবে আমার এই গরাম দেহ?
২।
আমাদের কাছে নিরাময় রাখা আছে।
এই পাহাড় ঘেরা পলাশ অরণ্যে যতই দণ্ডিত কর
ঠিক শিখিয়ে দেব তাপমোচনের কৌশল।
পলাশসীমা পেরিয়ে এলে থোকা থোকা রাঙনীর আলো
বৌ মানুষের নোলকে।
দেখ ,অবনত হয়ে আছে গরাম থানের কাছে জৈড় গাছে।
পৃথিবী আবার গ্রহণ করুক তার বুকের কাছে।
আবহমান মানবের দ্বারে যাক তার অপরূপ মূর্চ্ছনা ।