কাব্য কথায় তনিমা হাজরা
by
·
Published
· Updated

আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
অণুকবিতা Series ৩
(১)
অশ্রু নাকি? কে জানে তা,
সিক্ত ছিল গাছের পাতা,
ঝরছিল তো ফোঁটা ফোঁটা।।
(২)
তোমার চাইতে বৃহৎ যখন
তোমার ছায়া, তখন তোমার সত্যিকারের নিজের কাছে হেরে যাওয়া।।
(৩)
লক ডাউনের নিষেধ ভুলে,
একটি পাখি রোজই ভোরে আমার
জানালাতে ঠিক দেখা করতে আসে।।
(৪)
সড়ক গিয়েছে কোথায়?
যেখানে যার অভীষ্ট
যাকে টেনে নিয়ে যায়।।
(৫)
ক্ষিদের পেটে রুটি,
শ্রমের শেষে ছুটি,
নেতৃত্বের ভ্রুকুটি।
(৬)
জোছনার আলো চেয়েছিলে, প্রেমপত্র পড়বে বলে, আমি সূর্যালোক দিলাম তুমি সালোকসংশ্লেষ করবে বলে।। ।।
(৭)
মৃত্যুভয় তাকেই মানায়,
যার খামারে আছে
নিশ্চিন্ত আহারের সঞ্চয়।।
(৮)
মানুষের পদশব্দ বিরল
হলে পথে,
মাকড়সার কাজ বেড়ে যায়।।
(৯)
গৃহবন্দী দিন,তুমি কী আদতে স্বাধীন
কোনোকালে, পায়ে বেড়ি কোনো না
কোনো সমর্পণের কাছে।।
(১০)
বাতাস বিবিধ বেগেই বয়,
কখনো সে সুখের স্পর্শ,
কখনো বা ভয়।।
(চলবে)