কবিতায়ণে মৃত্তিকা মুখোপাধ্যায়
চুরি
বুকের ভেতর চুরি হচ্ছে রোজ-
কখনো আগুন, কখনো বাগান
সহজিয়া সুর শিখে নেবো,
এমন বাঁশির খোঁজ পাইনি আজও
অথবা রাখাল হতে পারিনি অন্তরে….
কিন্তু চুরি যে হচ্ছে,সেটা
ফুরিয়ে দিচ্ছে নিজেকেই
শীতঘুম ভেঙে গর্জে ওঠার মন্ত্র
কবেই নিভে গ্যাছে উপযুক্ত দাহ্যের অভাবে-
এখন রোজ তাই অনুভব করি
আগুন বা বাগান বুকের ভেতরে হলেও
তার মালিকানা আসলে
কোনদিনই আমার ছিলনা