ক্লান্ত আমি পাখির ডানায় ভরে
বাড়ি ফিরে আসি,,
ব্যর্থ বোধে আবার জীবনকে
নিবিড় করে ভালবাসা বাসি,
এ জীবন প্রত্যয় হীন, প্রতিশ্রুতি, মিথ্যা লোকাচার,
অনুচ্চারিত চাওয়া পাওয়া দহনের মতো,
কুরে কুরে খায়, ঘুন পোকা যত,
হৃদয়ে ক্ষরিত হয় রক্তস্রোত অবিরত,
মরচে পড়া জীবন, তবু নদী পাড় ভাঙ্গে,
হঠাৎ প্লাবন এসে প্লাবিত করে খন্ড সুখ,,
পাখিরা কি দেখেছে আরশিতে নিজ মুখ??
আমিই কি দেখেছি কখনোও কি মুখোশ পরে
বলেছি ভালোবাসি??
নাকি সব আপেক্ষিক?
আমি কি দৈনিক, নাকি সাপ্তাহিক,
অথবা মাসিক??