কবিতায়ণে বিশ্বরূপ রাজগুরু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এমনও কি একটা দিন হয়
তরকারিতে নুন ভুলে যাস দিতে
আমার কথাই শুধু মনে পড়ে
নাকি,স্মৃতির সত্তা এখন তলানিতে?
এসব কথা জানতে চাই কেন?
ভাবনা গুলো মগজ ঘিরে আসে
সাজি হাতে ফুল তুলছি যখন
পাপড়িতে তোর মুখচ্ছবি ভাসে।
ধুস! এমন কথা এখন সাজে নাকি
এসব ছিল অন্য শতাব্দীতে
অ্যানড্রয়েডে প্রেমিক পাল্টে যায়
সে রাজি নয়,কেন’র জবাব দিতে।
আমি শুধু একা বোকার মতো
অলস দুপুর মান্না দে শুনি
আমি শুধু একা বোকার মতো
ইনবক্সে লাভ রিয়েক্ট গুনি।
নতুন সময় পাল্টে যাচ্ছে সব
আমি কি পারি যেতে অন্য ঘাটে!
একটি হৃদয় একটি আসন পাতা
একটি নারি একটি জীবন কাটে।