কবিতায়ণে ববিতা মিত্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
জাগতিক
শিশু হই …লাল নীল হলুদ স্বপ্ন-পাখি ধরি…
ভালোবাসি,ভালোবাসা হই এ তো আমার পৃথিবী !
আমায় বাঁচতে দিও আমার মতো করে…
এই তো সময়–প্রহরের গায়ে ডানা মেলার
পতঙ্গ সুখে…
পাগলটা তো মূল্য দেয় নি মুহূর্তদের …সে পেরেছে স্মৃতির তফাতে যেতে…
বাঁচতে গেলে কি চাই এখনো ধন্দে আবাল বণিতা
আমি শিশু থাকি আমার লিমিটেড বাজেটে …
আমার যে সব চাই অতীত, বর্তমান,ভবিষ্যত…
সব,সব চাই…
প্রোজেক্ট পৃথিবী লুট লে কলিযুগের বাজার
আন লিমিটেড ফ্রি কলে!