কবিতায়ণে অনিমেষ গুপ্ত by TechTouchTalk Admin · February 18, 2020 হ্লীং ওঁ স্বাহা কিছু নেই— ছিলও না যেন কোনওদিন অথচ সে উত্তাপ, দ্রোহকাল আজ দাঁড়িয়েছে এই সন্ধ্যা শহরের মুখোমুখি এসে… তুমি বলবে অর্থহীন তবু কী গভীর প্রাকৃতিক উচ্চারণময় এখন এই একাক্ষরী শব্দের আলপনা- ‘হ্লীং ওঁ স্বাহা’… কোথাও যেন পিতৃলোক থেকে নেমে আসছে শিশিরের ভোর দেবদারু পাতায় পাতায়। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে অভিজিৎ চৌধুরী (পর্ব – ৩০) April 20, 2021 by · Published April 20, 2021