কবিতায়ণে অংশুজিৎ দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated

শিলিগুড়ি নিবাসী।
কলেজ পড়ুয়া।
তব ভারতমাতার কোলে জন্ম যদি,
ধন্য তব ‘আত্মা’,ধন্য দেহ,প্রান।
যতেক জন্ম হোক না তবুও
ইহ জন্ম শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতর সম্মান।
হেথায় পূজিত পানী,বাতাস,গগন,
রচিত বেদ,উপনিষদ ন্যায় মহাগ্রন্থ।
বিশ্বে যেথায় ঈর্ষা,দ্বন্দ্ব,দ্বেষ।
সেথায় ভারত বহিছে সহিষ্ণুতার মন্ত্র।
শত আঘাতের পরে,উচ্চশিরে
দাড়ায়ে রথে চিরসারথি।
গান্ধার হইতে ব্রম্ভদেশ,পুনঃ রুপে চাই
তোমায় “অখন্ডভারতী”।
নানাবিধ ধর্ম,মত,বিমত প্রচলিত,
পঞ্চভূতে মন্ত্রমুগ্ধ স্ত্রোত প্রসারিত।
হিমালয় কোলে বসতি হে পুণ্যভূমি,
তোমাতে স্বয়ং পরমাত্মা বিরাজিত।
জগত জননী করিনু প্রণাম!
তব প্রেমে আজি মজিনু।
স্নেহময়ী ‘মা’,তব জয় গান,
তব মন্ত্র ভজিনু।
স্বার্থক মোর জনম তব কোলে লভিয়া ‘মাতা’।
মরন হেথায় চাই।
পুনর্জন্ম পাই যদি,
পুনঃ ভারত যেন পাই।