কবিতায় হীরক বন্দ্যোপাধ্যায়

অনন্ত সময়
কদম্ব গোধূলি তুমি, তুমি এসে অরণ্য টিলায় দাঁড়ালে,টিলাও গগনচুম্বী টলমলে এপিটাফ
সহসা যাজকের উর্দি কেড়ে নেয়
তারপর মেঘ আসে বৃষ্টি পড়ে ঝিরঝিরে উপত্যকায় ঝাঁ করে অন্ধকার নামে
এই ঋষিখোলা গ্রামে
তখন কী আশ্চর্য প্রেমের দেবীরাও
চোখের ইঙ্গিতে বলে ,এসো…
ডারউইন অথবা লামার্ক নয়
ফ্রয়েড ই তখন একচ্ছত্রাধিপতি …
স্পন্দিত হয়, রেশ রেখে যায়… অপার্থিব প্রতিধ্বনি তোলে
মনে হয়, একা একা যে সমস্ত গাছ হাজার বছর ধরে মাথা তুলে আছে, বুঝি কেন এক একটি পাতা বিযুক্ত হতে লেগে যায় অনন্ত সময়…