শুধু তোমার সঙ্গে দেখা করব বলেই অনেকটা পথ হেঁটে আসছি। কতটা পথ আমি মেপে দেখি নি। কিন্তু আমার মনে হচ্ছে এই পথ অতিক্রম করে তোমার সঙ্গে দেখা হলেই আমাদের বন্ধন আরও দৃঢ় হবে। তাই এই যাত্রা যতটা না তোমাকে দেখার জন্যে, তার থেকে অনেক বেশি তোমাকে দেখিয়ে দেবার জন্যে। সেই কারণে যত পথ এগোচ্ছি ততই যেন আরও পথ বেড়ে যাচ্ছে। অন্তত আমার মনে এটা ভাবতেই বেশি ভালো লাগছে। আমি চাইছিলাম, আমৃত্যু যেন আমার গা থেকে এসব কিছু উড়ে না যায়। একফোঁটা বৃষ্টিও যেন না হয়। এতদিনের চেষ্টায় যেসব গায়ে তুলেছি তা যেন কোনোভাবেই ধুয়ে না যায়। বৃষ্টি এলো না ঠিকই কিন্তু পথ চিনল কে? এতকাল গায়ে জড়িয়ে জড়িয়ে একা এতোটা পথ! পথই যেখানে চোখে ধরে না সেখানে মানুষ! এর পরেও তোমাকে দেখে দেখাই। লোকে আমায় চেনে। কেউ কেউ দু এক লাইন লিখেও ফেলে। ঠিক এরপরই বৃষ্টি নামে। আমার নামের সঙ্গে রঙও গলে যায়। কিন্তু লাইনগুলো থেকে যায়। রঙের সঞ্চয়ের পাশাপাশি সেই লাইনগুলোই আজকের দিনের পথের এক একটা অধ্যায়।