কবিতায় সুপ্তশ্রী সোম
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নির্বাসন ইতিবৃত্ত
কে জানত মৃত্যু মৃত্যুর ও অধিক হয়ে দেখা দেবে ।
যতটা রহস্য ছিল ঘন কুয়াশায় মাখামাখি হয়ে
সব টুকু মুছে নিতান্ত আদুল গায়ে ঘাড়ের উপর থেকে নির্ভুল উচ্চারণে বলে দেবে নির্বাসন ইতিবৃত্ত।
সে তো জানে কিভাবে পাথর ঠেলে জল এগিয়েছে সুচারু বাঁকের দিকে।
এখন কবিত্ব নেই , এখন কবিতার ঊর্ধে কিছু ঋণ কিছু জিজ্ঞাসা অতন্দ্র প্রহরী ।
দেখে নিচ্ছে তোমার আমার ভিতর অব্যক্ত কথা আর প্রশ্নের মিশেল ও বুনন ।
গভীর বিপন্নতায় সন্দেহের তীর ছুঁড়ে দিচ্ছে এদিক সেদিক ।
যে কোনো অট্টালিকার ভিতের গড়ন আর মন্ত্রপুত: নয়
এখন দূরে দূরে বেঁচে থাকা ভালো
এখন বিচ্ছিন্ন হও , তোমার শিকড় থেকে ছিন্নমূল হয়ে ভেসে থাকো
বায়বীয় ঋতুর ভিতর
গন্ডির ভিতর থেকে বাইরে তাকাও ,
ডুব দাও গভীরে এক ফোঁটা মাটি র মধ্যে গেঁথে ফেলে নিজেকে আবার অঙ্কুরিত করো
যাপনের সজীব আনন্দে উড়ে যাক এই মৃত্যু, আর মৃত্যু গন্ধী দিন রাত।