তানপুরা টার তার গুলো
বাঁধা আছে একই সুরে।
শুধু বছরের পর বছর জমছে ধূলো।
দেখতে দেখতে একটা যুগ….
আয়নার সামনে দাঁড়ালে উঁকি দেয়
কালো চুলের মাঝে রূপোলি রেখা।
তবুও মনের ক্যানভাসে স্মৃতির আসা-যাওয়া।
শূন্য উদাস মনে-
তাকায় যখন নীল আকাশের পানে
বলাকার সারি যখন ফেরে আপন নীড়ে।
তখন মনের গহন কোণে
উঁকি দেয় সেদিনের বসন্ত বিকেল।
আজ ও বসন্ত-
চেনা মানুষের ভিড়ে খুব চেনা দুটো চোখ।
আবারও মুখোমুখি আমরা দুজন।
প্রশ্ন– হয়তো বা দুজনেরই মনে,
উত্তর হলো না দেওয়া-নেওয়া,
শুধুই নীরবতা!
চেনা মানুষ কে দেখলাম অচেনার আড়ালে।
আজ যখন-
বায়ুদূষণে আকাশ নীলকণ্ঠ,
ধরিত্রী অ্যাসিড বৃষ্টির ভয়ে ভীত।
রামধনু ওঠে না আর প্রজাপতির ডানায়,
বাড়ির উঠোনে খুনসুটি করে না জোড়া শালিক।
সেদিনের জল আজ বরফে পরিণত।
শুধু আমিই রয়ে গেছি ঠিক আগের মতো!!