কবিতায় সঞ্জয় আচার্য
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্বপ্নিল
আমাদের স্বপ্নে হয় আনাগোনা
আমার স্বপ্ন আড়বাঁশি
তোমার মোষ তাড়িয়ে আনা।
ভরদুপুরে কাক-কোকিলে কলসী বেয়ে ওঠে
মন বাহানা নুড়ি ফ্যালে
দু’আনা জল পেলে।
মাঝ আকাশে রঙ্গিন ফানুস উড়ছে হাওয়ায় যত
আমার মাত্র দু- চার ডজন
তোমার স্বপ্ন কত?
নিঝুমরাতে কুয়োর জলে ছড়িয়ে দিয়ে দু’ পা
আমার স্বপ্ন দেয়াল ভাঙ্গে
তোমার পাঁচিল তোলা।
চাঁদ ডুবলে ছিপ ফেলেছি রাত তারাদের বাসা
আমার স্বপ্ন অলীক বেজায়
তোমার সত্য দিয়ে ঠাসা।
আমাদের স্বপ্নে হয় দিনগোনা
তোমার স্বপ্ন দিন যাপনের,
আমার রাত গুটিয়ে আনা।