তুমি কিছু লিখে যাও
আমি কিছু লিখে রাখি পাশে
ফুল গুলি ফুটে থাক
পাশাপাশি কবরের কাছে
দেখেছি অনেক কিছু
জনরোষ হরতাল ক্ষোভ
হাজার মৃত্যু ব্যাথা
কত কবি কত শত শ্লোক
ক্ষীরটুকু খেয়ে যায়
গুটিকয় রকমারি লোক —
তুমি বলো আমি বলি
শান্তি কল্যাণ তথাগত
মাটির দরজায় আসে
যে নদীর যতটুকু ব্রত
কি ভাবে বাঁচবে লোকে
কত টুকু আপদ উদ্ধার ?
শুধু ই মৃত্যু মুখ ,হাহাকার
এর কোন মানে আছে আর
পাশাপাশি তুমি আমি
আর সেই ঋষি পাঁচজন
ভূ লোক উদ্ধার হোক
অমিতাভ ,আরো একবার I
তুমি কিছু লিখে রাখো
আমি কিছু লিখে রাখি পাশে
জীবনের ফুল গুলি
পাশাপাশি ফুটে যেন থাকে II