কবিতায় শুভজিৎ মৃধা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রূপকথা হোক…
সাঁঝের আকাশ সিঁদুর রঙে যেই রাঙালো
তোমার মুখে অস্তরাগের সোনার আলো।
এমনি করেই দিন কেটে যাক
হাতের ওপর হাতখানি থাক,
রূপকথা হোক তোমার আমার গল্পগুলো।
বন্দিনী
মেঘ সাজাতে চাই তোমার আকাশে প্রতিদিন
অথচ অজান্তেই দিয়ে ফেলি জ্যৈষ্ঠের প্রখর রোদ,
এ ব্যর্থতা আমার।
বৃষ্টি খুঁজেছো যতবার
নিরাশ করেছে কংক্রিটের এই শহর।
খোলা হাওয়ার মুক্ত বিহঙ্গ আজ কি বন্দি সম্পর্কের বেড়াজালে ?
ভালোবাসো,বুঝি
আলগা ছায়ার মতন জড়িয়ে থাকো সারাক্ষণ
ভালোবাসি আমিও,
হয়তো বোঝাতে পারিনা কখনো…
এ ব্যর্থতাও আমার।
আমার কলমে রূপকথা হয়,
উৎসব আঁকি শহর জুড়ে
অথচ তোমার পিঠে স্বপ্নের দু’টো ডানা এঁকে দিতে পারিনা…