কবিতায় শুভঙ্কর চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
লকডাউনের ডায়েরি
কানামাছিদের চোখ খুলে দিয়ে
নাক ঢেকে দিতে পারলে
ছোঁয়া এড়িয়েই বেঁচে থাকা যাবে
সংখ্যা খানিক বাড়লেও।
বাড়লে বাড়বে,আমরা সংখ্যা
হাতের মধ্যে রাখবো,
দোকান,বাজার বীজাণুমুক্ত
এই বিশ্বাসে থাকবো।
বিলেতফেরত,ভিনরাজ্যের
সকলেই পাবে শান্তি,
এই রাজ্যটা আতিথেয়তার,
নেই তাতে বিভ্রান্তি।
লকডাউনের আপদ যতটা
তাড়াতাড়ি মেটে বঙ্গে
ততই শান্তি,নইলে আবার
কাউকে পাবো না সঙ্গে,
উঠতে বসেছে কলকারখানা
রাজস্ব প্রায় শূন্য,
মানুষ আসলে কীটপতঙ্গ-
যত কমে, তত পুণ্য।
ছুঁয়ে থাকি তাই বিশ্বাসটুকু,
অলৌকিকের ছন্দে,
বিপর্যয়েও বাঁচবো আমরা
ভালোয় এবং মন্দে।