সেদিনের রাত্রি শেষের স্বপ্ন–
এমন চরিত্র কিভাবে আসে কয়েক ঘন্টায়।
ছেলেটি ভীষণই সাধারণ।
জঙ্গল ঘোড়া কাঠ বেঁচা যার কাজ,
কিছু পোড়া রুটির সাথে গুড় যার খাদ্য।
পাহাড় শেষে ছোট্ট একটা হোগলা পাতার ঘর,
বুড়ি মার সাথে রাত্রিযাপন।
কষ্টকে জয় করেই জঙ্গল পথে ঘোড়া,
টুকরো টুকরো ডালপালা খুঁজে বেড়ায়।
এইতো জীবন তার আবার স্বপ্ন,
কিন্তু সে দেখেছে স্বপ্ন সেই হোগলা পাতার ঘরে।
জঙ্গল ঘেরা পাহাড় দেশে ছোট্ট একটি শহর।
শাসন করছে সেই পাহাড়ি বালক!
পাহাড়ের গায়ে গায়ে সোনালি রুপালি ঘর।
শিমুল পলাশ ঝরা রাস্তায় প্রভাতী পাখির ডাক।
বয়ে চলা পাহাড়ি ঝর্নায় স্নান করা মানুষের ঢল।
সেজেছে এক নতুন শহর নতুনভাবে গড়ে দিয়েছে যে শাসক!
ভাবতে পারেনি কেউ এটাও হবে যে শহর এই পাহাড়ের কোলে।