সেই সব জল থেকে আগুন
অথবা আগুন থেকে জল।
সেই সব উপকরণ এর উল
বুননে পোষ ।দৃষ্টি দাবানল।
আজ খুব চড়া স্বরে আমাকে
দুপুর বুঝিয়ে গেলো!
নদী পথে নৌকা নিয়ম থেকে
নাবিকের ভরা ডুবি বুঝিয়ে গেলো!
হত্যাকারী হারিয়ে গেছে
তবু তার নষ্ট তীক্ষ্ণতা য়
আদুরে হিম বিন্দু গুলি
বিগলিত ভাষায় বোঝাল-
‘খুব ঠান্ডা পড়েছে কিন্তু !’
বুঝলাম,
এই সব পোষ মাস শেষে হবে
তবুও
আমার জন্য শুক্লা পঞ্চমী
শুধু মাত্র উপচে পড়া নীল
শুধু মাত্র খোলা মাঠ হা হা
কুয়াশা সাগর
বাঁকা পথ
আমি হেঁটে হেঁটে মিলিয়ে যাচ্ছে
দিগন্তের দিকে।