কবিতায় রূপক চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
মানান সই
আমার একাকিত্ব ঘিরে
লৌহ ভ্রমর অনুরণনে বাজে।
যুবক এল এ ডি র নীচে
আমি বিশুদ্ধ সৈকত খোঁজার চেষ্টা করি,
বোঝার মতো প্রাচীন ইঙ্গিতে টেনে আনি
পুরানো গঙ্গার অাদি কথা
ভাগীরথী র ছদ্মবেশ!
এ ছদ্মবেশ বেশ মানিয়ে যায়,
রোজ পরি জোনাকি ঝেড়ে
রাতের আলখাল্লা নিঝুম ঘরে।
আয়নায় ফেটে যায়
কার চিৎ কাননের শারদ পূর্ণিমা
মায়াবিনী হরিণী র বেশে।
তবু, এ ছদ্মবেশ আমায় মানায় বেশ
সুলভ বানিজ্য জ্বেলে
নীচে খেলে যাও, ছ’পন কড়ি র জীবন
হাওয়া আসে
অশ্বের মতো রাতের পিঠে।
হাওয়া আসে
নিভিয়ে দিতে
খিদের ওপর জ্বালিয়ে দেওয়া মোম।
আমি এসব মানিয়ে নি,
এসব আমায় বেশ মানায়
পাটীগণিত এর পাড়ায় বসে
ভীড় এড়িয়ে
রুগ্ন গলির দিকে তাকিয়ে থাকা
কুমুদ বালিকা বলে গেছে
এক মাত্র আমায় এসব মানায়।