শ্যাম্পেন ,ঝলসানো কাবাবের সুগন্ধি ঘ্রাণ
আর মাদকতাময় উষ্ণতার আঁচে
নিজেদের সেঁকে নেয় উচ্ছ্বল পৃথিবী
উদ্দাম নাচের তালে
ফ্লোরে ঝড় তোলে সুবেশ নারী পুরুষ
রঙিন উল্লাসে প্রাপ্তবয়স্ক হয়
গভীর মায়াবী রাত
ফুটপাতে জবুথবু ভিখারী নারীর
ছেড়া চাদরের অসংখ্য ছিদ্রে জমাট বাঁধে
রুক্ষ্ম শীতের তীব্রতা
অর্ধ উলঙ্গ ভিখারী শিশু মার্তৃস্তন থেকে
দ্রুততায় শুষে নিতে চায়
একটা গোটা পৃথিবীর উষ্ণতার ঝাঁঝ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন