কবিতায় রুদ্র অয়ন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১। অপ্রকাশিত ভালোবাসার জলছবি
ভালোবাসি, বলিনি তোমায়
বলতে আজও অপারগ।
হয়তো আর
হবেও না বলা কোনো দিন। অবরোধ যেন সে পথ!
তোমার মনে
হয়তো অন্য কেউ
অন্য কারও বসবাস।
ভালোবাসা খুব বেশি নয়,
ছিলো যৎসামান্যই
তুমিও বুঝোনি
আমিও বলিনি কোনও দিন।
ভালোবাসেছিলেম
ভালোলাগার প্রাণস্পন্দনে।
হেয়ালীপনার কাঠগড়ায়
একটু মায়া রয়েছে আজও।
বন্দি থাকনা সেটুকু অপ্রকাশিত মনের জেলখানায় নিছক ভালোলাগার মায়ায়।
নাইবা বুঝলে তুমি আমার
নিরব লাজুক ভালবাসা।
মনের রং তুলিতে
না হয় থাক আঁকা
অপ্রকাশিত ভালবাসার জলছবি।
২। কল্পনার বেদীতে
হৃদয়ের কাঙ্খিতে
ভাবনার আদিতে
তোমাকে করেছিলেম কল্পনা।
কল্পণা যার মূল
আসলে তা ভুল
হয়তো বড্ড ভুলই বটে।
হৃদয় বড় অবুঝ
তোমার কাছেই
ফিরে যেতে চাই বারবার!
শরতের কাশবনে
উদাসী আনমনে
আমাকে পিছু ডাক বারে বার!
নীল আকাশের বুকে
মেঘে ভেসে ভেসে
অনুভবের বৃষ্টিতে
ভিজে হলেম একাকার।
জানি সবই মিছে মরিচিকা
মিছে মায়া আলেয়ার।
আলতা রাঙানো পায়ে
নূপুরের ধ্বনি
হৃদয়ে হয় প্রতিধ্বনি!
বুকের গহীনে
বাজে অচীন সুর,
কল্পনায় ভালবাসে হৃদয়।
বাস্তবে তুমি আমি
এখনো দূর বহুদূর।