কবিতায় রতন বসাক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ঋণ
যখন কাটে বড় কষ্টে দিন
তখন করতে হয় ঋণ ।
এতোটুকু আয়ে চলে না সংসার
একে একে বড় হয়েছে পরিবার ।
হায়রে ! গরীব করলে ঋণ
তার হয় না জামিন ।
সইতে হয় কত অপমান
শেষে দিতে হয় প্রাণ ।
বড়লোকে করলে ঋণ
তার সুখেই কাটে দিন ।
অর্থের জোরে বিদেশে যায় চলে
কাউকে কিছু না বলে ।
ঋণ করা কোন বাজে কাজ নয়
শোধ না করলে আছে ভয় ।
গরীব যে করেই হোক ঋণ শোধ করে
নয়তো অভিমানে মরে ।
পরিশ্রম না করে জীবনে মজা নিতে
বড়লোক ঋণ করে দুই হাত পেতে ।
ফিরিয়ে দেওয়ার কোনো ইচ্ছে থাকে না
করে যায় একটার পর একটা বাহানা ।
কিছু মানুষ ঋণ করে অর্থ জমায়
কার বুকে পাটা আছে ওদের থামায় ?
দিব্যি নিশ্চিন্তে ওরা ঘুরে ফিরে বেড়ায়
ওরা যে ঋণী, বোঝা যায় না চেহারায় ।
ঋণে গরীবের জীবন হয় জর্জরিত
অধিক চিন্তায়, দেখে মনে হয় মৃত ।
পারে না তারা ঋণ খেলাপ করতে
শোধ করে, নয়তো হয় তাকে মরতে ।