• Uncategorized
  • 0

কবিতায় রতন বসাক

” অ্যাসিড “

জোর করে তুই চাইবি পেতে
প্রেমের খেলায় থাকুক মেতে
ভালো লাগবে যাকে ।
তার যদি মন চায় না তোকে
তখন তোরে কে আর রোকে
পেয়েই ছাড়বি তাকে ।
ক্রোধের বশে আসিস তেড়ে
পিছন থেকে অ্যাসিড মেরে
ওদের করিস নষ্ট ।
নিজের দেহে দেখ ছড়িয়ে
পরবি তখন খুব গড়িয়ে
বুঝবি জ্বলার কষ্ট ।
মেয়ে দেখলে তোদের দাঁড়ায়
লোভের জন্য বিবেক হারায়
অ্যাসিড ছুরিস মুখে ।
সারা জীবন পোড়ার দাগে
কাটবে সময় ওদের আগে
মুখটা ঢেকে দুখে ।
রাখিস তোরা মনটা কালা
কত ভীষণ পোড়ার জ্বালা
বুঝবি কেমন করে ?
একটা মেয়ের শরীর মতি
পুড়ে গেলে অনেক ক্ষতি
বেঁচেও ওরা মরে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।