১★
মায়াটি এঁকেছি দু’হাতে নিবিড়
জলের ওপর ছিলনা পক্ষপাত,
তাই সে তোলেনি প্রবল উচ্ছ্বাস
তবু শুধু মমতায় আমার দু’হাতের মাঝে
সে ‘ঢেউ’ হয়ে ওঠে।
২★
সমুদ্র চিনেছে তাকে-
সব উথাল পাথাল তার
বুকে নেয় তাই হাসিমুখে
সমর্পণে রাখেনি অপেক্ষা
তাই সে গিয়েও ফিরে আসে……
৩★
চেনা পথ ছেড়ে কেউ কেউ
পাড়ি দেয় আকাশের বুক লক্ষ্য করে
আদিম পৃথিবীর ত্রাস,গ্লানি,পরাজয়
সব বুকে নিয়ে কী অনায়াসে
দিগন্তে পৌঁছে দেয় আর
পাখির উল্লাসে ফেরে বালির শয্যায়