কবিতায় মণিশংকর বিশ্বাস

পাপ
বেশী রাতে আত্মার গানবাজনা শুরু হয়
হরমোনে হারমোনিয়াম বাজে—
চাঁদের নূপুর থামে জানালার পাশে।
মাধবীলতার আঁচল খসে গেলে
বিস্মৃতিধর্মীতা কিছু ক্ষীণ হয়ে আসে—
মনে পড়ে যায় বাকী থেকে গেল বহু—
উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণ মেয়েটির প্রতি
প্রেমহীন যৌনতার কথা
কখনো লিখিনি
শ্রাবণ
সন্তানের মুখ, সন্তানের প্রতি ভালোবাসা যেরকম
রক্ষা করে, অজান্তে আশ্রয় দেয়,
ওরকম বৃষ্টি ঝরে অঝোর
বন্ধুর অকাল প্রয়াণের পরে
মৃত্যুভয়কেই আজ মৃত্যুচেতনা মনে হয়
বাঙালি কবির।