কবিতায় মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ধ্বনি মুখ
বেদনা মরমী শব্দ হারিয়ে ফেলেছি আজকে
স্তব্ধ,বিরত পুঁথি এই
তোমাকে খুঁজি না দুঃখ ভেসে ভেসে তবু নৌকো
সন্ধে ভিড়েছে এখানেই
ছড়ানো জড়ানো মুগ্ধ ছায়ামাখা দোলে বৃন্ত
অশ্রু কুঁড়িরা ভেসে যায়
চিরলেখা তোমাকেই পিছুটানে যত গ্ৰন্থি
মগ্ন, সুরেলা ডাকে, আয়
আমি তো পারিনি বৃষ্টি, মেঘেরা ছুঁয়েছে ব্যর্থ
সন্ধে তবুও পায়ে পায়
ঝরাপাতালেখা শব্দ উড়িয়ে পুড়িয়ে ছাই
তুচ্ছ কবিতা হতে চায়
কুড়িয়ে এনেছি আজ পাতা ও ঝিনুকে ঝর্ণা
আয়না পেতেছে সাদা বুক
শিকড়ে শিকড়ে শ্লোক আলোলাগা খোলো দৃষ্টি
লিখবো আবারও ধ্বনিমুখ….