হঠাৎ যে কি হয় বুঝে উঠতে পারি না
তোমার এমন হয় ??
রাগ কিম্বা, মন খারাপ কিন্তু কেন
বুঝতে না পাই।
দূরে যখন ঝড় জলে ভাঙ্গন চলে
ওখানে আমার মা আমায় খোঁজে।
আমার খুব কষ্ট হয় যখন বুঝি ,আমার মা আমায় খোঁজে, আমায় চায়।
এখন কেউ কি আর হাতড়ে বেড়ায়?
দিনের শেষে সন্ধ্যে নামে শাঁখের তুলসি মঞ্চে
মন ভালোর দাওয়াই মা যে পেতো ওখান থেকে।
আজ ঘরে বসে পাতা উল্টাই
রঙিন কালো হুলুস্থুল একটা দিনের মামলা।
কাজ না অকাজ সবই আজ করতে হবে জবরদস্ত
মন খারাপের কারণ গুলো মেঘের কাছে জমা থাক।