• Uncategorized
  • 0

কবিতায় বর্ণজিৎ বর্মন 

পাসওয়ার্ড 

বেদনাশ্রু জমাট বেঁধে বেঁধে
অন্তর আত্মায় তৈরী হবে
সুখ দিবসের পাসওয়ার্ড
অন্ধের জষ্টির মতো স্পিচ দেবে
বিশ্বায়নের   সফটওয়্যার ।
প্রকৃতির বুকে প্রাণী আজও
নিদারুণ অসহায় ,
হার্ডওয়্যার তো প্রকৃতির এক রূপ
সুর থাকবে , সম্পর্ক ভ্যানিশ
স্টাটিস্টিকে বুঝনো হবে – ডাল, ভাত , সব্জি , লবণ ,
Oটু র রেশন কার্ড হবে , পোলিও খাবে CO2
ফুসফুসে হবে গাছ
আমরা তো অভিযোজন করবো not equal 2
নিউ সমীকরণ সুত্রে
যদি ধরে নেই ‘ সব জানি ‘
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।