কবিতায় প্রশান্ত মাইতি
চৈতালি
যা বলি মুখে কথা
লিখি যা ডাইরির পাতায়,সবই
কেমন যেন বাতিল মনে হয়
মনের অসংগঠিত ইচ্ছেগুলো যখন
তুলে ধরি তোমার সামনে,মনে
হয় সবকিছুই অগোছালো,বেমানান
ফিরে আসে অসম্মানের সাথে
দুঃখের মসৃণ পথে হেঁটে
তবুও গুছিয়ে রাখি নাবলা সুপ্ত
মনের হতাসিক্ত রাত বাসনা
তোমাকে দেবো গুছিয়ে সুযোগ সময় পেলে ।