কবিতায় প্রভাত মণ্ডল
by
·
Published
· Updated
অনন্ত সুধা
কী জানি কী করে স্বপ্ন আসে !
ওই দুচোখে আঁখির তারায়
মন জোনাকির স্বপ্ন ভাসে ।
জন্ম নাকি মৃত্যু এথায় দুঃখ নাকি শোক ,
মিথ্যা কিবা সত্য এথায় এই তো স্বর্গলোক ।
এ ভুবনে জনম সফল হোক ।
রাত জাগা সব তারাগুলো
জাগিয়ে দিয়ে আমার নয়ন ,
দুঃস্বপ্নের স্বর্গেতে আজ
ক্লান্ত দেখি এ পৃথ্বী ভুবন ,
তবুও তোমার চরণ ধ্বনি
সৃষ্টি সুধা মাগে ।
ভাঙা-গড়া খেলার মায়া
ধরে মৃন্ময়ী রূপ চিন্ময়ী কায়া
গভীর অনন্ত সুধা রাগে ।
হে স্রষ্টা ! তুমি আছো কিবা নাই
মোর অন্তরে , এ প্রশ্ন সহস্র বার জাগে ।