• Uncategorized
  • 0

কবিতায় পার্থ সারথি গোস্বমী

একটি প্রেমের গল্প

এখনো লেগে আছে ছোঁয়া
ছাতিম গাছের তলায় পিঠে পিঠ ।
এখনো আটকে আছে স্বাদ
পড়ন্ত বিকেলে সেদিনের ঠোঁটে ঠোঁট ।
তবু আজ , তার রিনি রিনি কন্ঠস্বর চাপিয়ে
কানের কাছে অবিরাম ফিসফিস –
  – ওর বাপ অন্য পার্টি করে ।
কাছের মানুষগুলো অনেকেই ঘরছাড়া
কে বা কারা দাপিয়ে বেড়াচ্ছে রাস্তায়
পার্টি অফিস ভাঙচুর, গাড়িতে আগুন
টিয়ার গ্যাস , কালো রাস্তায় রক্তের দাগ ।
ফিস ফিস শব্দটা আজ লাউড স্পিকারে বাজে
  – ওর বাপ অন্য পার্টি করে ।
কলেজ খুললেই পার্ট টু । অনেক পড়া বাকি
হটাৎ সন্ধ্যায়,  টুং টাং রিং টোনে সুচরিতা
  – পার্টি করছিস করনা বাবা
  কিন্তু ইতিহাসের নোটগুলো তো এখনো আমার কাছে
  কবে পড়বি আর , এই শোন না – কাল সিনেমায় যাবি ।
সুচরিতা কান বেয়ে নেমে আসে বুকে
ফিসফিস শব্দটা মিলিয়ে যায় দূরে । আর শোনা যায়না
– ওর বাপ অন্য পার্টি করে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।