• Uncategorized
  • 0

কবিতায় পঙ্কজকুমার বড়াল

ভয়

হরিতকী বন থেকে
লাফ দিচ্ছে আশ্চর্য ভাল্লুক
ও গোঁসাই, এই অন্ধকারে
আমরা কি যাব?
আমাদের সন্ততি শুয়ে আছে
ওই দূরে, মিথ্যা আলোয়..

পান্থ

কেউ কি একা আছো? একা…
একা থাকা মানে-
তোমার ভিতর দিয়ে ধূ-ধূ পথ চলে গেছে
হাঁটো, হে পথিক
কোথাও বৃক্ষ নেই, জলসত্র নেই
যা আছে, তা কেবল এলোমেলো হাওয়া
হাওয়ায়
হাওয়ায়
তোমাকে যেতে হবে দূরে-
যেখানে জীবন, মীড় ছাড়িয়ে
গাইছে চৈত্র খেয়াল ৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *