আনন্দবাজারের খবরের কাগজে
হাজার মুখের হাততালি বাজে
কোনও যেন অর্থ নেই
বাজারের ঘেন্না দেহ বিক্রি নেই
জোর করে খাওয়ায়
আকাশের কাছে শূন্য হাতের প্রার্থনা
বোবার মত শুধু দু’চোখ
কোথায় যেন ভিখারির কাছে
রাজার পোশাক
কমলের কোমলতা ।
আমি পরাজিত
কেমন গিয়েছে দিন কত
কেমন করে ওঠানামা করে
পাশের বাড়ির জানলায় আকাশটা খেলা করে,
তাড়াতাড়ি স্বপ্ন ভাঙে
ওই মন গিয়েছে ,আমার মত করে কেঁপে উঠে বুক
চেতনাহীন জোয়ারে ভেঙে যাওয়া কথা আজ থাক
দেখা হবে অন্য কোনও দিনে অন্য কোনও সময়ে
তালগাছের পাড়ায় নববধূ হয়ে
সকালের সূর্যকিরণ তুলে নিয়ে আসিব আঁচলে ।
মৃত্যু নেই
নিত্য আসে দোরে
সতত বাজে
মায়া খেলা করে
জানি না —
অবৈধ সহবাস যন্ত্রণা ,
প্রেমের আতুর ঘরে
কান্না যেন খেলা করে
ঝাউবনে সাঁ সাঁ শব্দে
কে যেন রাখালের বাঁশি বাজায় ।