কবিতায় নাজমুল হালদার
by
·
Published
· Updated
খিড়কি
কতদিন লিখি না কিছু, যেন ধিমিপায়ে পেরিয়ে গেছে একটা যুগ– পুরানো ব্যথার উপরে বসেছে নতুন ব্যথার কারিগর!
ডায়েরির পাতা, বিগত প্রেমিকার মত, কতকাল বলে না কথা– অথচ একমাত্র সে-ই জানে এ’ রোগের নিরাময়!
রাতের পর রাত মুছে যায় চোখের তারায়– অসহায় চেয়ার জানে না ঘুমপাড়ানি গান!
অঝোরে কেঁদে ওঠে ভিজে আলো-খিড়কি; অশ্রুবুকে আজও আমি আঁধার সঞ্চারী– জীবন ডুবে আছে, এক হাঁটু আঘাত-জলে…