কবি দেবাশিস মুখোপাধ্যায় এর জন্ম কুলটিতে এবং বর্তমান তিনি হাওড়ার
বাগনানে বাস করেন । তার কবি জীবন
শিশুকাল থেকে ।
কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় যখন কবিতা প্রকাশ হয় তখন কবি দশম শ্রেণি 1983. এরপর প্রথম কবিতার বই
1997ক" কবিতার একখন্ড মুখ" । এরপর
কর্মসূত্রে বাগনানে এবং দ্বিতীয় কবিতার বই "আজকাল পরশুর গল্প ",
এরপর এখন বাংলা কবিতার কাগজ
প্রকাশ করে " শূন্য কিন্তু শূন্য নয় " ,
পত্রলেখা থেকে " ভূমিকা প্রেমের কবিতার " , কবিতা ক্যাম্পাস থেকে
" বিষন্ন রেখার পারে " এবং সুতরাং থেকে " ভেনাস বিউটি পার্লার " এবং
নতুন পাতার গন্ধ " । কবি কবিতায়
বাঁচতে চান।
মেলা
ঘুমের ভেতর একটা মেলা ভীড় করে
বিষন্ন রেখা নাগরদোলার গতিকে শ্লথ পরায়
চোখের কাছাকাছি একটা ঘোরানো রেললাইন
ড্রাগন ইঞ্জিনে দুলিয়ে যাচ্ছে শৈশব
শব উঠে বসবার পর শ্মশানের উল্লাস শোনে
ছাইয়ের শরীরে উৎসবের আগুন
দোলনার ঘোড়াগুলিকে বেলাগাম বানায়
বেতের ঝুঁড়ির ভিতর বোনা হচ্ছে যন্ত্রণা
আর গলে যাচ্ছে অবিশ্রান্ত বৃষ্টির পুতুল
তোমার না পাঠানো চিঠির দৃশ্যকল্প
তুলে নাও মাতোয়ারা সময় খাতায়
একটা তুমুল ভিজতে ভিজতে দশমীর জলে নেবে যায়
অক্ষর যেন কেয়া চক্রবর্তী
ডুবে ডুবে থিয়েটার শেখায় জলকে