কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
লবনাক্ত
ভালোবাসার আর এক নাম যে লাল গোলাপ,তা তো আমরা সবাই কোনো না
কোনো ভাবে জেনে এসেছি ….
ভালোবাসার আর এক নাম যে ঘাম,
যে কোনো শ্রমিকের স্বেদবিন্দুতে
লেখা থাকে, রোমের শিকড়ে শিকড়ে।
ভালোবাসার আর এক নাম যে রক্ত হতে
পারে,যে কোনো দেশের শহীদকে ভালোভাবে না জানলে বোঝা যায় না।
ভালোবাসার আর এক নাম যে লবন হতে পারে, তা কচ্ছের লবনাক্ত ভূমিতে না এলে বুঝতেই পারতাম না।
আসলে দেশপ্রেম, রক্ত,ঘাম
সবকিছু হৃদয়ের অন্দরমহলের ব্যাপার।
হৃদয়ের এক চিমটে লবন না থাকলে
সবকিছুই কেমন যেনো আলুনি মনে হয়!