এই যে তুমি যাচ্ছ, উড়ছো মেঘ সিঁড়ি বরাবর!
চেয়ে দেখো মেঘের গায়েও কেমন জলের দাগ
আবছা চেরাপুঞ্জি উপাখ্যান।
আধো আধো বোলে কে যেন বলছে, আর কতক্ষন? কখন ভূমিষ্ঠ হব আমি?
মুছে গিয়ে মেঘ ঝরবে টুপটাপ!
ছড়িয়ে ছিটিয়ে আছে জন্মের উপাদান…
কেউ রেখে গেছে মাটি
কেউ রেখে গেছে কুজো
কেউ গড়ে নিয়ে চলে গেছে ঠিকুজি মন গড়া।
সময় নেই সময় দেওয়ার সময় কে,
প্রস্তুতিরও যে প্রস্তুতি লাগে মেঘ পুত্তুর!
তবে যে এযাবৎ বাতাসের গায়ে বয়ে গেছে প্রাকজন্মের গান!
সব মেঘের গায়ে পুঁতে দিয়ে, মেঘ বুকে করে চললে তোমার নকল বুদির গড়ে!
আর তোমার গানের স্বরলিপি বুকে করে যে প্রতিক্ষায় তার কী হবে!…