কবিতায় তন্ময় পালোধি
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনুভূতি
নক্ষত্রের বিছানায় শুয়ে,
একটা একটা তারার অবয়বে,
তোমার লবন্যদ্যুতি ঝলমলিয়ে উঠছিল যখন,
আমি ধ্রুবতারা হয়ে থাকতে চেয়েছি।
চেয়েছি চাঁদের মতো স্নিগ্ধ হব,
তোমার আঙিনা জুড়ে খেলা করব সারাক্ষণ,
তুমি সেই স্নিগ্ধ জোছনায় স্নান করতে করতে,
আমার গভীরে ডুবে যাবে।
ভেবেছি গভীর হব পাতালের মতো
যেখানেই দাঁড়াও আমারেই ধারক পাবে,
আমি সেই ভার বহন করতে করতে,
তোমাতে আমাতে লীন হব।
লীন হয়ে যাবে সময়ের স্রোত,
সম্পর্কের পাড় ছুঁয়ে,
সামনের দিকে তোমার পরিণতি বোধে,
আমি সমুদ্র হয়ে সব মান অভিমান শুষে নেব।