কবিতায় গৌতম কুমার গুপ্ত
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
প্রেমকথা
নয়নাভিরাম থেকে তুলে এনো সৌন্দর্যের হাসি
এবং মুক্তো বসাও
ময়ুরী মেখলা পরে এসো
মুখর মুখেরা রয়েছে সারি সারি
ওখানেই দেখা হোক বাসন্তী বাহার
গনগনে আঁচ তুলে এনো
এবং বাষ্প করো নিষিদ্ধ পানীয়
শুদ্ধ বর্ষায় ভিজে যাক শাড়ি অঞ্চল
শুষ্ক পলাতকা হয়ো না
ওখানেই দেখা হোক চেরীরক্তিমা উদ্যানে
আরব্যরজনী কিংবা পৌরাণিক প্রেম এনো
রয়েছে এখানে কদম কৃষ্ণচূড়া
বাঁশি হাতে ডেকে নেবে কেউ
অমর কাব্যকাহিনী জুড়ে ভেসে যাক
তোমার আগামী প্রেমকথা গানে গানে